মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দে ঔষধ ব্যবসায়ীদের সুষ্ঠুভাবে ঔষুধ ব্যবসা পরিচালনার জন্য সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩ জুন সকাল সাড়ে১০ টার সময় গোয়ালন্দ দাখিল মাদ্রাসার হল রুমে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগস্টিস সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি আলিমুজ্জামান আলী (বিসিসিএস) এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আলাউদ্দিন ফকির এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিসিএস রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. আব্দুল রউফ হিটু,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান,এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার ঔষুধ ব্যবসায়ীরা।প্রধান অতিথি শরিফুল ইসলাম মোল্লা বলেন ,চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না।কোন দোকানে মেয়াদোত্তীর্ণ এবং ভেজাল ঔষুধ রাখা যাবে না। লাইসেন্সে যে নিয়মাবলী রয়েছে সেগুলো মেনে ব্যবসা করতে হবে।