Sunday, January 12, 2025

গোয়ালন্দে গাঁজাসহ এক নারী মাদক কারবারি আটক

মোজাম্মেলহক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দে গাঁজাসহ প্রিয়া বেগম (৩৫) নামে এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

শুক্রবার ৯ ডিসেম্বর এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশ।

আটককৃত মাদক কারবারি গোয়ালন্দ পৌর সভা ৫ নং ওয়ার্ড বাসষ্ট্যান্ডএলাকা ব্যাপারী পাড়ার আলম ব্যাপারী স্ত্রী।

জেলা ডিবি পুলিশ সূত্র জানা গেছে, সঙ্গীয় ফোর্স ও অফিসারসহ গোয়ালন্দ ঘাট থানাধীন বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করেন জামতলা বাজার এলাকায় এমতা অবস্থান কালে ১১.৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে গোয়ালন্দ বাস ষ্ট্যান্ড এলাকায় ব্যাপারী পাড়া গ্রামস্থ আলম স্টোর নামক মুদি দোকানের সামনে একজন মহিলা মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদটি উদ্ধতন কর্তৃপক্ষে অবহিত করিয়া তাকে আটক করতে গেলে সে ডি বি পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা কালে নারী কন্সটেবল এর সহায়তায় তাকে আটক করা হয়।

আটকৃত মাদক নারী কারবারি তাহার ডান হাতের থাকা একটি সাদা স্বচ্ছ পলিথিনে প্যাচানো ২৫০ গ্রাম গাঁজা ও ধানের কুড়ার মধ্যে আরো ২৫০গ্রাম গাঁজা পলিথিনে প্যাচানো মোট ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। যার অনুমান বাজার দর ২০,০০০ বিশ হাজার টাকা।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারা ৩৬ (১১ সারনির ১৯(ক)মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here