Sunday, December 22, 2024

গোয়ালন্দে দুই মাদক কারবারি আটক

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ পুরিয়া হেরোইনও ৪শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আকটকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা সালমা বাড়ীওয়ালীর ভাড়াটিয়া তমেজ মিয়ার মেয়ে রোকেয়া বেগম(৪৬), সিরাজগঞ্জ জেলার সদর থানার শিমলা পাঁচঠাকুরি গ্রামের আব্দুল সালামের ছেলে রাসেল আহম্মেদ(২০)।

মঙ্গলবার ১১ জুলাই বিকেল এক এজাহারে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ। এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উত্তর দৌলতদিয়া পোড়াভিটা হতে মাদক ব্যবসায়ী রোকেয়া বেগম (৪৬), দৌলতদিয়া পোড়াভিটা (সালমা বাড়ীওয়ালীর ভাড়টিয়া)কে ৬০ পুরিয়া হেরোইনও দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়ক এর উপর চেকপোষ্ট করে বাসের যাত্রীবেশী মাদক ব্যবসায়ী রাসেল আহম্মেদ(২০)কে ৪ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আকটকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here