Wednesday, January 22, 2025

গোয়ালন্দে দ্রুত গতির পরিবহনের ধাক্কায় প্রাণ গেলো রিকশা চালকের

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় এক রিকশা চালক নিহত হয়েছে। নিহত রিকশা চালক গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের মৃত আজু শেখ এর ছেলে মো. জাহিদ শেখ (৩৬),তার তিন ছেলে মেয়ে রয়েছে জান্নাত ও খাদিজা এক ছেলে মহত।

শনিবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে পদ্মার মোড় ও ফায়ার সার্ভিস স্টেশন এলাকার মাঝে
ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে রিকশাটি যাচ্ছিলো সে সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা পূর্বাশা পরিবহনটি রিকশাটি ধাক্কা দিলে ঘটনাস্থলে রিকশা চালক জাহিদ শেখ নিহত হন।সে সময় পথচারিরা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আখিঁ বিশ্বাস বলেন তার মৃত্যু হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই হয়েছে।

আহলাদি পুর হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবহনটি জব্দ করা হয়েছে। তবে পরিবহনের চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহটির সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here