মোজাম্মেলহক লালটু , গোয়ালন্দ (রাজবাড়ী) : বাতাস ছুটুক তুফান উঠুক, দমব না থামব না’ এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে।
শুক্রবার ২৫ নভেম্বর সকাল ১০ টা সময় বেসরকারি ‘পায়াক্ট বাংলাদেশ’ সংস্থার মাঠ চত্তরে সেক্স ওয়ার্কার নেটওয়ার রাজবাড়ী ও নারী পক্ষের অর্থায়নে, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এবং পায়াকট বাংলাদেশ গোয়ালন্দ শাখার সার্বিক সহোযোগিতায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে নারীদের সচেতন করার জন্য লিফলেট বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীনের সভাপতিত্বে পায়াকট বাংলাদেশের সুপারভাইজার শেখ রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পায়াকট বাংলাদেশের ম্যানেজার মোঃ মুজিবুর রহমান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারী ইনচার্জ বিকাশ চন্দ্র দত্ত, পায়াকট বাংলাদেশের মেডিকেল এসিস্ট্যান্ট কাম কাউন্সিলর নাহিদ সুলতানা, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শিল্পি খাতুন প্রমুখ।
এ সময় দৌলতদিয়া যৌন পল্লীর শতাধিক যৌনকর্মী উপস্থিত ছিলেন।