গোয়ালন্দ সংবাদদাতাঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা কালে অবৈধ বেরি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার পদ্মা নদীর অন্তার মোড় পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান দায়িত্ব পালন করেন। এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবুল আলম সহ পুলিশ ও কোস্ট গার্ডের একটি যৌথ দল। অভিযানের সময় পদ্মা নদীতে দেওয়া অবৈধ বেরি কেটে ফেলা হয় এবং ১হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা ইলিশ শিকারে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’