Monday, January 27, 2025

গোয়ালন্দে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ আটক ৩

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদককারবারীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানায়,৫জানুয়ারি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার দৌলতদিয়া পোরাভিটা এলাকা থেকে ০১.৫০ গ্রাম হেরোইন এবং চারটি ইয়াবা সেবন সরন্জাম সহ মাদককারবারী মোঃ রাসেল জোয়ার্দার গ্রেফতার করে। সে জেলার বালিয়া কান্দি থানার তালপট্রি এলাকার ফজলু জোয়ার্দারের ছেলে।

এবং ছয় গ্রাম হেরোইনসহ মোঃ লিটন শেখ (২৬) ও মোঃ ওসমান মোল্লা (৫৪) কে গ্রেফতার করা হয়।
মোঃ লিটন শেখ মানিকগন্জ জেলার শিবালয় থানার পিতা মৃত ছাবু শেখের ছেলে ও ওসমান মোল্লা উপজেলার দৌলতদিয়া শাহাদাৎ মেম্বর পাড়ার মৃত অকেল মোল্লার ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here