Wednesday, January 22, 2025

গোয়ালন্দে বঙ্গমাতার জন্ম দিন পালন, সেলাই মেশিন বিতরণ

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও শেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

দিনটি উপলক্ষে মঙ্লবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার (ওসি) তদন্ত উত্তম কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারসিন তারান্নুম হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভা শেষে দুস্তদের মাঝে শেলাই মেশিন বিতরণ করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here