মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ : আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ কে আমরা আমাদের হৃদয়ের সকল উষ্ণতা দিয়ে স্বাগত জানাই। আমরা পরম সৌভাগ্য যে বাংলাদেশে নববর্ষ পালনের ঐতিহ্য আছে। অনেক জাতির নববর্ষ বলে সুনির্দিষ্ট কোন দিন নেই। তারা নবর্বষ পালনের সুযোগ থেকে বঞ্চিত। বাঙ্গালীদের নববর্ষ আছে, আছে একটি নিজস্ব বাংলা সন তারি ধারাবাহিকতায় রাজবাড়ির গোয়ালন্দে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩০।
শুক্রবার ১৪ এপ্রিল সকাল ১০ টার সময় উপজেলা চত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে কোর্ট চত্তর থেকে একটি র্যালী বেড় হয়ে ঢাকা খুলনা মহাসড়ক প্রদক্ষিন শেষে জাতীয় সংগীত এর মাধ্যমে দিয়ে সংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে দুদুখানপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আক্তার ইতি সঞ্চালনায় অনুষ্ঠান উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাগির্স পারভীন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মো. হালিম তালুকদার, রাবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. কাদের, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল রহমান মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।