Sunday, December 22, 2024

গোয়ালন্দে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: “অসমতা দুর করি, এইডস মুক্ত দেশ গড়ি ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ০১ ডিসেম্বর সকাল ১১ টার সময় বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশ ও দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়াক্ট বাংলাদেশের হলরুমে আলোচনাসভা শেষে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. সৌরভ কুমার বিশ্বাসে সভাপতিত্বে ফিল্ড এনিমেটর মো. সাজ্জাদ হোসেনর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশ এর ম্যানেজার মো. মজিবুর রহমান জুয়েল, দৌলতদিয়া গণস্বাক্ষর কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আসজাদ হোসেন আজু, গোয়ালন্দ প্রেস ক্লাবের সহসভাপতি মো. আবুল হোসেন, সাধারন সম্পাদক শফিক শামীম, গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি ম্যানেজার বিকাশ চন্দ্র দত্ত, প্যারামেডিক হারুন অর রশিদ প্রমুখ।

এসময় আলোচনা সভায় বক্তরা বলেন, ১৯৮০ সাল হতে ২০২০ সাল পর্যন্ত সরাবিশ্বের ৩ কোটি ৯৭ লক্ষ এইডস রোগী সনাক্ত হয়েছে। ইতি মধ্যে দৌলতদিয়া যৌনপল্লীতে ২ জন এইডস রোগী সনাক্ত হয়েছে।

এইডস রোগ থেকে বাচঁতে হল নিজেকে সচেতন হতে হবে। যৌন মিলনের সময় সঠিক ভাবে কনডম ব্যবহার করা, অন্যের ব্যবহারিত সুজ ব্যবহার করা যাবে না, নেশা করা যাবে না এরি মধ্যে দেশের রোহিঙ্গা ক্যাম্পে ১৮৮ জন এইডস রোগী সনাক্ত হয়েছে। দেশের বৃহত্তর যৌন পল্লীতে মরন ব্যাধি এইডস রোগ প্রতিরোধ করতে বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশের প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সকল প্রকার স্বাস্থ্য সেবা বন্ধ হয়ে গেছে। যৌন কর্মীদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য প্রকল্পটি চালু রাখার প্রয়োজন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here