Monday, December 23, 2024

গোয়ালন্দে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের মিশন সভা অনুষ্ঠিত

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ:  বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৩ উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ জানুয়ারি বিকেলে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফকির মঞ্জিলের আঙ্গিনায় জেলা কর্মী গ্রুপের আয়োজন মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব জাকের মঞ্জিল রাজবাড়ী জেলা শাখার কর্মী গ্রুপের প্রধান আইনুদ্দিন ফকিরের সভাপতিত্বে ডা.দোলনের সঞ্চালনায় মিশন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর বিভাগের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, ফরিদপুর বিভাগের সহকারি কর্মী প্রধান অধ্যক্ষ খায় খসরু,সহকারী কর্মী প্রধান ফরিদপুর বিভাগে প্রফেসর দলিল উদ্দিন আহমেদ, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ফকির আমজাদ হোসেন, কেসমত মাষ্টার প্রমুখ।

সভায় বক্তারা বলেন বলেন, বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের পক্ষ থেকে প্রতিবছরে নেয় এবারও বিশ্ব ওরস শরীফ উপলক্ষে দেশবাসীকে দাওয়াত পৌঁছে দেয়ার জন্য আমাদের আজকের এই মিশন সভা। তারা আরো বলেন, বর্তমান জামানায় চারিদিকে শুধু বিপদ আর বিপদ। বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের পতাকাতলে থাকলে কোন বিপদ-আপদ আসবে না ইনশাল্লাহ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here