মোজাম্মেলহক লালটু, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১ ফেব্রুয়ারি এলেই প্রভাত ফেরিতে হাতে ফুল, কন্ঠে গান, নগ্ন পায়ে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাঙালিরা। একুশ আজ আর বাঙালির নয়, নয় শুধু বাংলাদেশের।দেশ কালের সীমানা ছাড়িয়ে মহান দিবসটি হয়ে উঠেছে সারাবিশ্বের। একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সোমবার ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে একুশের প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটের সময় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, পৌর আওয়ামীলীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ, সরকারি কামরুল ইসলাম কলেজ,গোয়ালন্দ আধুনিক প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন, পৌর মেয়র মো.নজরুল ইসলাম মন্ডল,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুছ আলী মোল্লা, গোয়ালন্দ আধুনিক প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেলহক, সাধারন সম্পাদক মো. জাকীর হোসেন প্রমুখ।