Tuesday, January 21, 2025

গোয়ালন্দে সাংবাদিকের বাড়িতে দুর্বৃত্তদের হানা

গোয়ালন্দ, রাজবাড়ী: প্রথম আলো রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক রায়হানের গোয়ালন্দ শহরের বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা বারান্দার তালা ভেঙ্গে ভিতরে ঘরে প্রবেশের চেষ্টা করে। এসময় শব্দে ঘুম ভেঙ্গে গেলে পরিবারের সবাই ডাক চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জানা যায়, বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রথম আলো সাংবাদিক রাশেদুল হক রায়হান গোয়ালন্দ পৌরসভার বদিউজ্জামান পাড়ার নিজ বাসায় পেশাগত কাজ শেষে ঘুমিয়ে পড়েন। রাত তিনটা দশ মিনিটের দিকে বিকট শব্দে তাঁর স্ত্রী সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরীন আক্তারের ঘুম ভেঙ্গে যায়। তিনি গোয়ালন্দ-ফরিদপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন বাড়ির সীমানা প্রাচীরের ভিতর ও বারান্দার সামনের খোলা জায়গায় একাধিক মানুষ পায়চারী করতে দেখেন। এসময় তাঁর স্বামী সাংবাদিক রায়হানকে ডেকে তুললে দেখতে পান একাধিক মানুষ হাতে বড় লম্বা কিছু নিয়ে পায়চারী করছে। কে কে বলে জোরে চিৎকার করলেও তারা সরে না গিয়ে উল্টো ঘরের জানালার দিকে উঁকি ঝুঁকি মারতে থাকে। পরে ডাক চিৎকার করলে দুর্বৃত্তরা ঘরের পাশের গলি দিয়ে পিছনের দিক দিয়ে বের হয়ে যায়।

সাংবাদিক রায়হান জানান, দুর্বৃত্তদের দেখে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এসময় ঘর থেকে বের হয়ে দেখতে পান ঘরের বারান্দার এক পাশে লাগানো পানির পাইপ লাইন ভেঙ্গে অঝরে পানি পড়ছে। ধারণা করেন ওই পানির পাইপের ওপর পা দিয়ে ঘরের চালায় ওঠার চেষ্টা করছিল। যাতে টিনের চালা কেটে ঘরে ঢুকতে পারে দুর্বৃত্তরা।

ঘরের পূর্ব পাশের দরজা খুলে দেখেন বারান্দার গেটের দুটি তালা ভেঙ্গে ফেলেছে। পাশে থাকা রান্না ঘরের তালা এবং টিউবওয়েলের মাথা ভেঙ্গে ফেললেও কিছু খোয়া যায়নি। ধারণা, দুর্বৃত্তরা ঘরে প্রবেশের চেষ্টা করে ব্যার্থ হয়ে পানির পাইপের ওপর পা দিয়ে ঘরের চালায় উঠে টিন কেটে ঘরে ঢুকার চেষ্টা করছিল। দুর্বৃত্তরা সংখ্যায় ৪-৫ জন এবং প্রত্যেকের বয়স ২০ থেকে ৪০ বছর হবে।

সাংবাদিক ও শিক্ষক দম্পতি শঙ্কা প্রকাশ করে বলেন, হাতের নাগালে মোটরপাম্প, রান্না ঘরে সাববাক্সে মূল্যবান জিনিসপত্র থাকা সত্ত্বেও দুর্বৃত্তরা না নিয়ে তালা ভেঙ্গে ঘরে ঢুকার চেষ্টা করে। ঘরে ঢুকতে পারলে জানমালের বড় ধরনের ক্ষতি করতো। বৃহস্পতিবার রাতে সাংবাদিক রায়হান গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামসহ পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি ।

প্রথম আলো সাংবাদিক রাশেদুল হক রায়হানের বাসায় মধ্যরাতে দুর্বৃত্তদের হানা দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক শামীম শেখ। তাঁরা অবিলম্বে দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here