গোয়ালন্দ রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার ঐতিহ্য বাহী “ গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে গোয়ালন্দ প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকরা তাকে এ বিদায় সংবর্ধনা জানায়।
এসময় গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক গণেশ পাল, সদস্য সচিব সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আসজাদ হোসেন আজু, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি কুদ্দুসুল আলম, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম, নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান আক্কাস, দৈনিক ইত্তেফাক প্রত্রিকার প্রতিনিধি, আক্তারুজ্জামান মৃধা, ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম হালিম, কালবেলা পত্রিকার প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, গণমুক্তির সাইফুর রহমান পারভেজ, প্রেজেন্ট টাইমের জাকির হোসেন বাবুল, সাংবাদিক লুৎফর রহমান সোহাগ, আক্তারুজ্জামান রনি প্রমূখ।
গোয়ালন্দ উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র সকলের উদ্দ্যেশে বলেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাংবাদিকরা বিগত সময় থেকে এ অঞ্চলের সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দেশের কল্যাণে কাজ করে আসছে আগামী দিনেও এধারা অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।’