Tuesday, December 24, 2024

গোয়ালন্দের ওয়েট স্কেলটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বর এলাকায় স্থাপিত বিআইডব্লিউটিসি’র ওয়েট স্কেলটি স্থানান্তরের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর)গোয়ালন্দ পৌর সেচ্ছাসেবক লীগের আয়োজনে বেলা ১১টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের পাশে ৩০ মিনিট ব্যাপী এই মানববন্ধন পালিত হয়।

গোয়ালন্দ পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলআমিন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আল মাহমুদ মিশা, সাধারন সম্পাদক মো. হিরু মৃধা, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কলিন্স পার্থ, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল,সাধারণ সম্পাদক আকাশ সাহা সহ ইউনিয়ন পর্যায়ের অন্যন্যা নেতৃবৃন্দ মানবন্ধানে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এখানে অপরিকল্পিতভাবে ওয়েট স্কেল স্থাপনের কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী রোগীদের ঠিকমতো প্রবেশ কিংবা বাহিরের ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। এছাড়া সরু মহাসড়কের কারণে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, বাজারসহ বিভিন্ন পর্যায়ে যাতায়াতের জন্য সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এতে করে হাসপাতালে যাতায়াতের জন্য বিকল্প সড়ক ব্যাবস্থা করতে হবে। আমরা দ্রুত স্কেলটি নিরাপদ কোন স্থানে স্থানান্তররের দাবী জানাচ্ছি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here