মোজাম্মেলহক, গোয়ালন্দ:রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে পাবনা জেলার ঢালাচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী (৭০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
মঙ্গলবার(২১ শে জুন) দুপুর পৌনে ১ টার দিকে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী নিহত আক্কাস আলী পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকে থেকে রাজবাড়ী পাবনা সীমান্তে রাখালগাছী থেকে গুদারাঘাট পর্যন্ত সরকারি রাস্তার কাজ দেখা শুনা করছিলেন আক্কাছ আলী। দুপুর পৌনে ১ টার দিকে দুবৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।তার ঘাড়ে ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে। তবে তিনি একসময় চরমপন্থাীর সাথে যুক্ত ছিলেন। পরে সরকারের আহবানে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আক্কাস আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করার প্রক্রিয়া করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবেন। পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করবে।