নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে অবৈধ ভাবে ড্রেজিংমেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের অভিযানে ড্রেজারমেশিনসহ বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়। অভিযানে প্রায় চার কিলোমিটার পাইপ ও অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
এ সময় এ কাজে জড়িতদের পাওয়া যায়নি।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। বালুমহাল আইনে বালু উত্তোলনকারীদের ড্রেজারমেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। অবৈধ ড্রেজিং এর সাথে সংশ্লিষ্টদের তালিকা করা হচ্ছে। শীঘ্রই নিয়মিত মামলা দায়ের করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।