মোজাম্মেলহক, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সৈদাল পাড়ায় মরা পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করার দায়ে অবৈধ ড্রেজিং মেশিনও পাইপ ধ্বংস করা হয়েছে।
রবিবার (৭আগষ্ট) বিকেল সাড়ে চারটার দিকে অবৈধ ড্রেজিং মেশিন ও ৫ কি: মি: পাইপ ধ্বংস করা হয়। এসময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান।
তিনি বলেন অবৈধ ড্রেজিং এর বিরুদ্বে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যে সকল ড্রেজিং চালক ও মালিকের তথ্য গোপনীয় ভাবে সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। প্রশাসন কাউকে কোথাও ড্রেজিং মেশিন চালানোর জন্য কোন অনুমতি দেয়নি। অবৈধ ড্রেজিং মেশিন আপনাদের নজরে আসলে আমাদের তথ্য দিবেন। এই অবৈধ ড্রেজিং মেশিনের উপরে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।