Tuesday, December 24, 2024

গোয়ালন্দে অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি- কাজী কেরামত আলী 

  • রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় অসহায় দুস্থ মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বরে সাড়ে তিনশত অসহায় দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এসময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক খান মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন রনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম সালু, রুবেল প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here