বৈষম্য ঘোচাও, সাম্য বাড়ায়ও মানবাধিকারের সুরক্ষা দাও এই স্নোগানকে সামনে রেখে রাজাবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
রোববার(১২ ডিসেম্বর) বেলা১২ টার দিকে বেসরকারি সংস্থা মুক্তিমহিলা (এমএমএস) এর আয়োজনে, মানুষের জন্য ডাউন্ডেশনের সহযোগীতায় গণস্বাস্থ্য কেন্দ্রর মাঠে র্্যালি শেষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মুক্তিমহিলা সমিতি নিবার্হী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে উরমি আক্তারে সঞ্চচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দের ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদকও পৌর কাউন্সিলর মো. নাছির উদ্দিন রনি, গোয়ালন্দ উপজেলা আ. লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, মুক্তিমহিলা সমিতি প্রাগ্রাম ডিরেক্টর মো. আতাউর রহমান মুন্জু, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিক শামীম, সাংবাদিক শেখ রাজিব, আলো সংস্থার কো-অডিনেট আখি আক্তার,সংরক্ষিত মহিলা সদস্য চম্পা আক্তার, ঝুমুর আক্তার, ফিরোজা খাতুন,জোসনা খাতুন প্রমুখ।