Thursday, January 23, 2025

গোয়ালন্দে গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল

মোজাম্মেলহক, গোয়ালন্দ: ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের আয়োজনে রোববার (২১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খান, মো. গোলজার হোসেন মৃধা, এনায়েত হোসেন জাকির, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল প্রমূখ। সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ রেজা।

এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় ২০০৪ সালে এ বর্বরোচিত বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে এ হামলার সাথে জড়িত থাকার জন্য তারেক জিয়া সহ সকলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

সভা শেষে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here