Monday, December 23, 2024

গোয়ালন্দে চিত্র নায়িকা রোজিনার মায়ের নামে জামে মসজিদ উদ্বোধন

মোজাম্মেলহক, গোয়ালন্দ; রাজবাড়ীর গোয়ালন্দে চিত্র নায়িকা রোজিনার মায়ের নামে মা খাজেদা ১০ গম্বজ জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(০১ এপ্রিল) দুপুরে গোনা পাড়া দেড় কোটি টাকা ব্যয়ে ১০ গম্বজ নির্মিত মা খাদেজা জামে মসজিদ উদ্বোধন করেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

শৈশবের স্মৃতি বিজড়িত গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন একটি মসজিদ তৈরি করেছেন চিত্র নায়িকা রোজিনা ।

চিত্র নায়িকা রোজিনা বলেন ,আমরা মিডিয়ার সাথে জড়িত,আবার সামাজিক কাজও করতে পারি। এখানে আমি বেড়ে উঠেছি। মায়ের নামে মসজিদ নির্মান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফা মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, সাবেক মেয়র শেখ মো. নিজাম, নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন, শিল্পী সমিতির সভাপতি চিত্র নায়ক মো. ইলিয়াস কাঞ্চন, প্রযোজক মো. খসরু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি মো. রাশেদুল হক রায়হান, উপজেলা ছাত্রী লীগের সভাপতি মো. তুহিন দেওয়ান প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here