Friday, January 10, 2025

গোয়ালন্দে চোরাই মোটর সাইকেলসহ তিন চোর গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোটর-সাইকেল চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সেইসাথে তাদের দেয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে। শুক্রবার ( ২২ অক্টোবর ) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ এদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গফুর মন্ডল পাড়ার গোলাম বেপারির ছেলে মোঃ মিজান বেপারি (২৬),রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকার রাজা শেখের ছেলে রিশাদ শেখ (১৯) ও একই উপজেলার খানখানাপুরের হোসেন বেপারির ছেলে মোঃ গাফফার (৩৫)।

উল্লেখ্য,গত ১০ অক্টোবর গোয়ালন্দের দৌলতদিয়া পোড়াভিটা এলাকা হতে স্হানীয় আজাদ শেখ নামের এক ব্যাক্তির মোটর সাইকেলটি চুরি হয়।পরে তিনি এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here