Saturday, November 2, 2024

গোয়ালন্দে জমি নিয়ে বিরোধে মারপিটে বৃদ্ধের মৃত্যু ।। আহত ৩।। আটক-৩

মোজাম্মেল হক,গোয়ালন্দ সংবাদদাতা ঃ রাজবাড়ীতে জমাজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মান্নান ফকির ওরফে মান্দু (৬৭) নামে মারপিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মান্নান গোয়ালন্দ উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাহাজ উদ্দিন ফকিরের ছেলে। এসময় হামিদা, রাজা ও মিরাজ আহত হয়। এঘটনায় পুলিশ ঝুমঝুম বেগম, ঋতু আক্তার ও সাইদুলকে আটক করেছে।

এলাকাবাসী ও নিহত মান্নান ফকিরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মান্নান ফকিরের বাড়ীর পাশে তার শালা আবেদ আলীর বিক্রিত জমি ১১.৫০ শতাংশ সীমানা নির্ধারণের জন্য মাপঝোপ করার জন্য ছোট ভাকলা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, মেম্বার সালাম ও স্থানীয় আমিন ওহাবসহ গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সীমানা নির্ধারণ করে। সবাই চলে যাওয়ার পর মান্নান তার সীমানায় পিলার বসাতে গেলে আবেদ আলীর নিকট থেকে ক্রয়কৃত জমির মালিক নুরালের ছেলে শামীম বাধা প্রদান করে। দেড় টার দিকে শামীম, মোস্তফা, মোমিন, মইন,স্বপনসহ ৬-৭ জন ঘটনাস্থলে এসে মান্নানের মাথায় লোহার দা দিয়ে আঘাত করে জখম করে। মান্নানকে বাঁচানোর উদ্দেশ্যে তার মেয়ে হামিদা বেগম ও ছেলে মিরাজ এগিয়ে আসলে মারপটি করে গুরুতর জখম করে। তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে মান্নান ফকিরের মৃত্যু হয়। র্বতমানে মান্নান ফকরিরে লাশ ফরদিপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের র্মগে রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, বিষয়টি নিয়ে আসামী গ্রেফতার ও আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here