রাজবাড়ীর গোয়ালন্দে দুই ভাই আরাধন ওসূর্যয়ের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবীতে মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১৮ জানুয়ারী) বেলা ৪ টার দিকে আরাধন ও সূর্য এর পরিবারের আয়োজনে গোয়ালন্দ পৌর ৫ নংওয়ার্ড়র পদ্মার মোড় এলাকা ঢাকা খুলনা মহাসড়কে পাশে দুইশত লোকের উপস্থিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, মো, জসিম, রবিন, আরাধন বোন, মা, আত্মীয়রা। আরাধনের মা বলেন, আমার এক ছেলে আরাধন খুনের বিচার পায়নি আবার তিন বছরের ব্যবধানে আবারো আরেক ছেলে সূর্যয়ের খুনীদের এখনো গ্রেফতার হয়নি। খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।
Previous article
Next article