রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক পল্টি মুরগীর হ্যাচারীর মালিক কে ১০ হাজার টাকা জরিমানা বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন ১৯৯৫ সংশোধিত আইনে উপজেলার পশ্চিম উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জানোকিরায়ের পাড়া গ্রামে অবস্থিত পল্টি মুরগীর হ্যাচারীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রমজান মাতব্বর পাড়া গ্রামের মো. আইনদ্দিন শেখ এর ছেলে আব্দুল আওয়াল কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন ১৯৯৫ সংশোধিত আইনে আব্দুল আওয়াল কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, আগামী ৩০ দিনের মধ্যে যদি পরিবেশ অধিদপ্তর থেকে হ্যাচারীর মালিক কোন অনুমোদন পত্র না আনতে পারে তবে তাকে ঐ স্থান থেকে হ্যাচারী অপসারণ করতে হবে। ভ্রম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন এস.আই দেওয়ান শামীমের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ টিম।