Sunday, December 22, 2024

গোয়ালন্দে মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্টে দূরন্ত ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত “মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট -২০২১ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে মঙ্গলবার বিকেলে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ ৬ উইকেটে ইয়াং রেন্জার্স দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে । ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন দলের এপি আকাশ ।টুর্নামেন্ট সেরা হয়েছেন ইয়াং রেন্জার্সের অলরাউন্ডার শাকিল আহমেদ। টুর্ণামেন্টের ব্যবস্থাপনায় ছিল মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ ও যুগান্তর স্বজন সমাবেশ।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সি। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ হালিম তালুকদার, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুস হোসেন মোল্লা ও উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দীন রনি, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু,এফকে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ফকির আব্দুল কাদের, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান,গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম,যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা শামীম শেখ প্রমূখ। সভাপতিত্ত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম সরদার।

স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন জানান, ২৪ টি দল নিয়ে চলতি বছরের ১৭ জানুয়ারি এই টুর্নামেন্টটি শুরু হয়ে সেমিফাইনাল পর্যন্ত শেষ হয়েছিল।কিন্তু করোনার ভয়াবহতা শুরু হয়ে যাওয়ায় ফাইনাল খেলাটি সম্পন্ন করতে বিলম্ব হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here