Sunday, December 22, 2024

গোয়ালন্দে হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র অভিযানে  গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধাডাঙ্গা এলাকা থেকে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

শনিবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৬ টার দিকে হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারী দিরাজতুল্লা মৃধা ডাঙ্গা এলাকার মো. সেকেন মৃধার ছেলে মো. জহিরুল মৃধা।

ডিবি কার্যালয় সুত্রে জানাগেছে , রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষে জেলা গোয়েন্দা ডিবি পুলিসের ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু ফকির সঙ্গীয় ফোর্সসহ উজানচরের দিরাজতুল্লা মৃধাডাঙ্গা অবস্থান কালে লাভলু মৃধার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ জহিরুল মৃধাকে ৪০ হাজার টাকা মূল্যের ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে আজ রবিবার দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here