Monday, December 23, 2024

গোয়ালন্দে পিঠা মাংস খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত ১৫ জন হাঁসপাতালে

মোজাম্মেলহক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আনছের মাঝির পাড়ায় পিঠা মাংস খেয়ে একই গ্রামের ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসার নিচ্ছে।

জানাগেছে, দৌলতদিয়া ইউনিয়নের আনছের মাঝির পাড়ায় আব্দুল প্রামানিক তার বাড়ীতে ধানের খড় পালা দেওয়ার জন্য গ্রামে ৭ জন লোক ও বাড়ীর ৮ জন লোক মোট ১৫ জনকে নিংগারা বা দৈনিক মনি নেয়। তারা শুধু তার বাড়ীতে খড়ের পালা দিয়ে দিবে। তাদের কোন টাকা পয়সা দিতে হবে না।তাদের কে শুধু পিঠা মাংস খাওয়াতে হবে। কাজ শেষে শনিবার রাতে আব্দুল প্রামানিকের বাড়ীতে সবাই কে পিঠা মাংস খাওয়ানো হয়। পিঠা মাংস খাওয়ানো পর থেকে একে একে সবার পেটে ব্যাথা শুরু হয় পরে পাতলা পায়খানা ও বমি হতে থাকে।তারা এলাকার ফার্মেসী থেকে পাতলা পায়খানার ঔষধ কিনে খেতে থাকে তাতে কোন কাজ না হওয়ায়। আজ সকালে ১৫ জনই গোয়ালন্দ হাসপাতালে এসে ডায়রিয়া ভর্তি হয়ে চিকিৎসার নিচ্ছে।

আব্দুল প্রামানিকের ছোট ভাই মনির হোসেন বলেন, আমার মেজ ভাই আব্দুল প্রামানিক তার বাড়ীতে আমার চাচাতো ভাইদের ও গ্রামের ৭ জনকে১৫ কে নিংগারা নেয় ধানের খড় পালা দেওয়ার জন্য। তারা সবাই শনিবার সারা দিন খড়ের পালা দিয়ে দেয়। রাত ৯ টার দিকে সবাই একত্র হয়ে চিটাই পিঠা, ফার্মের মাংস, ভাত, ডাউল খেয়ে যার যার বাড়ীতে চলে যায়। রাতেই চিনচিন করে পেট ব্যাথা করতে থাকে তার পর পায়খানা ও বমি হতে থাকে সকালে খাওয়ার স্যালাইন ও পায়খানা বন্ধর ট্যাবলেট খেয়ে কোন কাজ না হওয়া সারাদিন কষ্ট থাকার পর আজ সকালে সবাই এসে হাসপাতালে ভর্তি হই।

হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ মুক্তা সরকার বলেন, ফুড পয়জনের কারনে ডায়রিয়া হয়ে থাকে। তারা পায়খানা থেকে এসে সাবান দিয়ে ভাল ভাবে হাত পরিষ্কার না করে দেখা গেছে পিঠার গুড়ার চাউল ঐ হাত দিয়ে মাখিয়েছে। আর তা না হলে তারা হাত ভাল করে পরিষ্কার না করে ঐ ভাবেই খাবার খাওয়া কারনে হাতে থেকে ফুড পয়জন পেটে গিয়ে ডায়রিয়া হয়েছে।আপনাদের সচেতন হতে হবে খাবারের আগে সাবান দিয়ে হাত ভাল করে ধুয়ে নিতে হবে। পায়খানা থেকে আসার পর সাবান দিয়ে হাত ভাল করে ধুয়ে নিবেন।

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. সৈয়দ আমিরুল হক শামীম বলেন, একই গ্রামের ১৫ জন লোক দৈনিক মনি দিয়ে ছিলেন। তাদের খাদ্যও পানিও বাহিত কারনে ডাইরিয়া আক্রান্ত হয়েছে। তবে অতিরিক্তি গরমে ও অতিরিক্তি ঠাণ্ডা জনিত কারনে ডায়রিয়া হতে পারে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here