Wednesday, December 25, 2024

গোয়ালন্দে ৪ জুয়ারিকে ১ মাস করে কারাদন্ড

  • মোজাম্মেলহক, গোয়ালন্দ:  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটে গোলাম মওলা ফেরিতে অভিযান চালিয়ে ৪ জুয়ারিকে আটক করেছে নৌ ফাঁড়ি পুলিশ। বৃহপ্রতিবার (১০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নৌ ফাঁড়ি অফিসার ইনচার্জ।

আকটকৃতরা হলো,উত্তর দৌলতদিয়া উম্বার কাজীর পাড়ার মৃত্যু উম্বার কাজীর ছেলে আবু বক্কার(৩৫), সোরাপ মন্ডল পাড়ার বানু মোল্লার ছেলে আকবার মোল্লার, শাহাদত মেম্বার পাড়ার লালন মোল্লার ছেলে শাজাহান মোল্লা(৩৫), বাহিরচর গ্রামের সিরাজ খানের ছেলে আজিম খান(৫০)।

দৌলতদিয়া নৌফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে একদল জুয়ারি ৫ নং ফেরি ঘাটে গোলাম মওলা ফেরিতে তাস দিয়ে জুয়া খেলছে । সে সময় আমি সঙ্গীয় ফোর্স নিয়ে গোলাম মওলা ফেরিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম সহ ৪ জুয়ারিকে আটক করা হয় ।

গোয়ালন্দ  উপজেলা নিবার্হী কমিশনার ( ভূমি) মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here