মোজাম্মেলহক লালটু ,গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে ৮২ বোতল ফেন্সিডিল সহ ২ বাস যাত্রীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানাযায় ২৪ সেপ্টেম্বর রাত্র ০১.৩৫ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়াস্থ এগারো শরীফ (খানকা শরীফ) এর প্রবেশ পথের সামনে বাস টার্মিনালের অপর পাশে ফেরী ঘাটগামী ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকাগামী সাতক্ষীরা লাইন পরিবহন( ঢাকা মেট্রো-ব ১৫-৭৫৪২) আই ১ ও ২ নাম্বারের যাত্রী শৈলখালী গ্রামের শ্যামনগর উপজেলার সাতক্ষীরা জেলার সোবহান শেখর ছেলে কাশেম শেখ (৪০) এবং – ফতেপুর গ্রামের কোতয়ালী থানার যশোর জেলার ওবায়দুল ইসলামের স্ত্রী মুক্তা বেগম (২৩) তাদের ব্যাগের মধ্যে থাকা ৮২ (বিরাশি) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, ঢাকাগামী যাত্রীবাহী বাসের যাত্রীদ্বয়ের ব্যাগ তল্লাশী করে ৮২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। এরা বাসের যাত্রী সেজে নিয়মিত মাদক পাচাঁর করেন। এরা পেশাদার মাদক কারবারি। আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার মামলা নং-২৬, তারিখ-২৪/০৯/২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ রুজু করা হয়েছে।