Sunday, December 22, 2024

গোয়ালন্দ থানা পুলিশের অভিযানে  ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযানে ৫শ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮জুলাই) দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (২৭জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকা থেকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ শেখ রাসেল (২৫) ও দেবগ্রামের তেনাপচা এলাকা থেকে ৫শ গ্রাম গাঁজাসহ বাবু ফকির (৩৩), লিটন মন্ডল (৩৫)কে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো দৌলতদিয়া বাহিরচর শাহাদাত মেম্বার পাড়ার বাবুল শেখের ছেলে শেখ রাসেল, গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার কুব্বাত ফকিরের ছেলে মো. বাবু ফকির এবং দেবগ্রাম ইউনিয়নের মৃত নুরু মন্ডলের ছেলে মো. লিটন মন্ডল।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার রাজবাড়ী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here