Monday, December 23, 2024

গোয়ালন্দ থানা পুলিশের অভিযানে নারীসহ ১৩ আসামি গ্রেপ্তার

  • রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১৩ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।শনিবার (১৩ নভেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জন পরোয়ানাভুক্ত ও ৪ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার মজিদ শেখের পাড়ার মৃত মোবারক মোল্লার ছেলে আব্বাস আলী মোল্লা (৪৬), অম্বলপুর গ্রামের নুরু মোল্লার ছেলে সরোয়ার মোল্লা, নুরু মোল্লা, হাউলি কেউটিল গ্রামের কুদ্দুস কাজীর ছেলে জাকির কাজী, দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত কমরউদ্দিন শেখের ছেলে ইমরান শেখ (২৭), উজানচর নতুন পাড়ার রুস্তম আলী বিশ্বাসের বড়ো ছেলে ওহিদুল বিশ্বাস, ছোটো ছেলে শহিদুল বিশ্বাস, শাহাদাৎ মেম্বার পাড়ার মেছের আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৩), দৌলতদিয়ার মৃত শওকত সরদারের ছেলে ফররহাদ (৩০), নিলু শেখের পাড়ার মৃত আজগর মন্ডলের ছেলে দেলোয়ার মন্ডল (৪০), নলডুবি গ্রামের অসকর আলীর ছেলে ইমদাদুল খান (২৫), শাহাদাৎ মেম্বার পাড়ার আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (২৭), উওর দৌলতদিয়ার সাইদুল শেখের স্ত্রী রাহেলা বেগম (৪৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে শনিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here