Sunday, December 22, 2024

গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ৯৮ জন গ্রামপুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সকাল ১০টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বাইসাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এম্পি আলহাজ্ব কাজী কেরামত আলী, এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার( ভারপ্রাপ্ত), মোঃ মাহাবুর রহমান শেখ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় অতিথিগণ জন্ম মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ, মাদকদ্রব্য সম্পর্কিত তথ্যাদি যথাসময়ে সংগ্রহ পূর্বক সংশ্লিষ্টদের নিকট সরবরাহের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণে গ্রামপুলিশের সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে গ্রাম পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here