Friday, January 10, 2025

থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার

  • রাজবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলা পরওয়ানা ভুক্ত পাঁচ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

রাজবাড়ী থানা পুলিশ সূত্রে জানাগেছে, ১৫ই মার্চ(মঙ্গলবার) রাজবাড়ী সদর থানার অফিসার ও ফোর্স অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআই/ হিরণ ১টি জিআর নং- ২২৫/১৭ পরোয়ানা ভুক্ত আসামী ১। মোঃ শাহজাহান ওরফে সাজাই পিতা-মৃত-মানিক সরদার , সাং- বিনোদপুর লোকসেড রাজবাড়ী পৌরসভা মধ্য বিনোদপুর এসআই/ মোঃ মেজবাউদ্দিন ১টি জিআর নং-১১৭/২১ এর পরোয়ানা ভুক্ত আসামী ২। শুশান্ত সরকার(৪৫), পিতা-মৃত শান্তি সরকার , সাং- ধুঞ্চি । এএসআই/ মোঃ রাশেদুল ইসলাম ১টি সিআর নং- ১৭৫/২২ এর পরোয়ানা ভুক্ত আসামী আশিক মোল্লা(২০), পিতা-লোকমান মোল্লা , সাং- শ্রীপুর। এসআই/ মোঃ মেজবাউদ্দিন শেখ ১টি সিআর নং- ১৭৫/২২ এর পরোয়ানা ভুক্ত আসামী ৪। মোঃ বাবু(৪০), পিতা-মৃত বেলায়েত হোসেন সাং- শ্রীপুর। এএসআই/ অনুপ চন্দ্র সরকার ১টি সিআর নং- ১৭৫/২২ এর পরোয়ানা ভুক্ত আসামী ৫। মোঃ লোকমান মোল্লা(৪৬), পিতা-বেলায়েত হোসেন মোল্লা , সাং- শ্রীপুর সর্ব থানা ও জেলা- রাজবাড়ী।

গ্রেফতারের পর পাঁচ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানানো হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here