Monday, December 23, 2024

গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

রাজবাড়ীঃ গ্লোবাল টেলিভিশন ভবনে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাজবাড়ীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬) জুন সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার সম্পাদক খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু, খোলা কাগজ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম,৭১টিভির সাংবাদিক মেহেদী হাসান, ডিবিসি নিউজ এর সাংবাদিক দেবাশীষ বিশ্বাস, বিজয় টেলিভিশন এর সাংবাদিক শেখ আলী আল মামুন প্রমুখ।

মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহম্মদ জহুরুল হক বলেন, সাংবাদিকের কলম স্বাধীন। সত্য ঘটনা তুলে ধরায় সাংবাদিকের কাজ। সংবাদ কার পক্ষে গেল নাকি বিপক্ষে সেটা সাংবাদিকের দেখার বিষয় না। গ্লোবাল টেলিভিশনের ভবনে হামলা একটা ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সাংবাদিকদের কলম উন্মুক্ত করেছে।স্বাধীনতাবিরোধী একটি শক্তি গণমাধ্যমের ওপর হামলা করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ জুন) সকালে রাজধানীর তেজগাঁওতে অবস্থিত গ্লোবাল টেলিভিশনের অফিসে হামলা হয়। এ ঘটনায় গ্লোবাল টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর এন্ড ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বিরসহ রিপোর্টার, ক্যামেরাপার্সন ও গাড়ি চালক ইকবাল আহত হন।এছাড়া হামলাকারীরা চ্যানেলটির দুটি ক্যামেরা ভাঙচুর করে।

রাজবাড়ী জেলা সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানব বন্ধনে ,দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি শেখ রঞ্জু আহাম্মেদ, সাংবাদিক মোরশেদ আলম মালেক, রাইজিংবিডি’র সাংবাদিক সুব্রত সুকান্ত, সাপ্তাহিক রাজবাড়ির খবরের স্টাফ রিপোর্টার মোঃ মামুন শেখ, আলোকিত সকালের রাজবাড়ী প্রতিনিধি সাখাওয়ত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here