Thursday, December 26, 2024

চর দৌলতদিয়া হামেদ মৃধার হাটে উদ্বোধন হলো ২ দিন ব্যপী মার্সেল কিস্তি মেলার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়ায় দুই দিন ব্যাপী মার্সেল শোরুমের কিস্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঐশী এন্টার প্রাইজ এর আয়োজনে চর দৌলতদিয়া হামেদ মৃধার হাটে মার্সেল কিস্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে মার্সেলের কিস্তি মেলার উদ্বোধন করেন দৌলতদিয়া ৯নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলেপ মৃধা, ঐশী এন্টার প্রাইজ এর ম্যাননেজিং ডিরেক্টর মো. ইমরান হোসেন প্রিন্স ও মো. রাহেল মাহমুদ সহ প্রমুখ।

উদ্বোধনকালে ঐশী এন্টার প্রাইজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন প্রিন্স বলেন, মার্সেল বাজারে এখন একটি জনপ্রিয় ইলেকট্রিক ব্র্যান্ড। দেশের চাহিদা পূরণ করে এখন বিদেশেও রপ্তানী হচ্ছে। গুণগত মান ও সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের মন জয় করে নিয়েছে মার্সেল। স্বল্পমূল্যে পণ্য কিনতে ক্রেতাদের ছাড় দেয়া হয়েছে তাছাড়াও পাশাপাশি ক্রেতারাও সুফল পাচ্ছে। গোয়ালন্দ উপজেলার মানুষের ইলেকট্রনিক চাহিদা পূরণে গতানুগতিক ভূমিকা রাখবে মার্সেল।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here