স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী বালিয়াকান্দির ভ্যান চালক বিল্লাল হোসেন (৩৫) হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ রুহুল আমিন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, বালিয়াকান্দির পদমদী কুড়িপাড়ার আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান (২১), একই এলাকার মৃত দীনু শেখের ছেলে সাইফুল শেখ ওরফে রিপন (২০), সোনাঘাট গুচ্ছগ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩০) ও মৃত সিরাজউদ্দিন খানের ছেলে আব্দুস সালাম শেখ (৪৪)।
মামলা সুত্রে জানাযায়, ২০১৪ সালের ৯ ডিসেম্বর রাতে ভ্যান চালক বিল্লালকে বহরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী বেশে অজ্ঞাত ২ যাত্রী সোনাঘাট এলাকায় যাবার জন্য ২৫ টাকা ভাড়া মিটিয়ে নিয়ে যায়। পরদিন দুপুরে উপজেলার দিলালপুর শ্মশ্নান ঘাট এলাকার একটি মশুরি ক্ষেতে বিল্লালের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ভ্যান চালক বিল্লালে ভাই দাউদ হোসেন বাদি হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ভ্যানটি উদ্ধার সহ তিনজনকে গ্রেফতার করে। এবং পরবর্তীতে পুলিশ চারকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে পিপি এ্যাডঃ উজির আলী শেখ বলেন, দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ রায় প্রদান করেছেন। রায়ে চার আসামীর যাবজ্জীন দেয়া হয়েছে। এ রায়ে তারা খুশি।