রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চার কেজি গাজা সহ রাশিদা আক্তার (৪০)নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক তানভীর আহমেদ জানান, ২৮শে নভেম্বর (সোমবার) আনুমানিক ১৭.৩০-১৮.৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ১। আসামী রাশিদা আক্তার (৪০), স্বামীঃ আব্দুল মতিন মল্লিক, সাং খানখানাপুর, ইউপিঃ খানখানাপুর, ওয়ার্ড নং ০১, থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী কে ০৪(চার) কেজি গাজাসহ হাতেনাতে গ্রেফতার করে। অপর আসামী ২। আব্দুল মতিন মল্লিক( ৪৭), পিতাঃ মৃত আব্দুল হাকিম, সাং- খানখানাপুর, ইউপিঃ খানখানাপুর, খানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী সুকৌশলে পালিয়ে যায়। ১ নং ও ২ নং আসামী সম্পর্কে স্বামী-স্ত্রী।
এলাকাবাসী জানায় স্বামী-স্ত্রী দুজনে মিলে এলাকায় গাজার ব্যবসা করছিলো। উদ্ধারকৃত আলামত আসামীদের নিজ দখলীয় বসতবাড়ির ভেতর আঙ্গিনায় দক্ষিণ দুয়ারী সেমিপাকা গোয়াল ঘরের ভিতর বিশেষ অবস্থায় লুকানো ছিল।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়