Friday, December 27, 2024

চালককে হাতুরী পেটা করে ব্যাটারী চালিত ভ্যান ছিনতাই

বালিয়াকান্দি প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে চালক বাবলু মল্লিক (৪৫) কে হাতুরী দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ব্যাটারী চালিত ভ্যান ছিনতাই করেছে দুবৃত্তরা। সে বালিয়াকান্দি উপজেলার গঙ্গারামপুর গ্রামের মকিব মল্লিকের ছেলে। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন বাবুল মল্লিক বলেন, শুক্রবার সন্ধ্যার পর ৩জন লোক এসে তাকে জঙ্গল যাওয়ার জন্য ঠিক করেন। জঙ্গল বাজারে যাওয়ার পর বলে মাঠের মধ্যে আমাদের ভেকু আছে, সামনে একটু এগিয়ে নামিয়ে দিয়ে আসেন। জঙ্গল বাজার থেকে বকচর সড়কের সাবেক চেয়ারম্যানের বাড়ীর সামনে সড়কে পৌছালে হাতুরী দিয়ে এলোপাথারী ভাবে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে ভ্যান নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসএম/রাহাত/ফারুক/আর জে

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here