নিজস্ব প্রতিবেদকঃ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে সোমবার (২২শে আগস্ট) রাজবাড়ী জেলার সদর উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সদর উপজেলার পাইকারি আড়ত বাজার, চাউল বাজার ও দুধ বাজারের বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন
ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ ও ভাউচার এর সহিত বিক্রয় মূল্য যাচাইকরণ এবং ধার্য্যকৃত ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করাসহ অবৈধ প্রক্রিয়ায় খাদ্যাপণ্য্ উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ না করার বিষয়ে তদারকি ও নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং বিভিন্ন প্রকার নিত্যপণ্য সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্যি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৩৮, ৪০ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে লতিফ স্টোর (চাউল বাজার, সদর উপজেলা রাজবাড়ী) এক হাজার টাকা
ও মেসার্স স্বপন কুমার সাহা (চাউল বাজার, সদর উপজেলা রাজবাড়ী) কে ৫হাজার টাকা সহ দুই টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।