Saturday, January 25, 2025

চীনের হেবেই প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে

বেইজিং : চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড ভঙ্গকারী বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে দুর্যোগ আঘাত হেনেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার ‘সিসিটিভি’ জানিয়েছে, ‘১০ আগস্ট পর্যন্ত হেবেই প্রদেশে দুর্যোগের কারণে ২৯ জন মারা গেছে। যার মধ্যে ছয়জন আগে নিখোঁজ ছিল। এখনও ১৬ জন নিখোঁজ রয়েছে।’
কর্তৃপক্ষ এই সপ্তাহের শুরুতে বলেছে, বেইজিংয়ে গত মাসের শেষের দিকে ভয়াবহ বৃষ্টি, ঝড় ও বন্যার ফলে অন্তত ৩৩ জন মারা গেছে। যার মধ্যে দু’জন উদ্ধারকর্মীও রয়েছে।

এবং গত সপ্তাহে প্রবল বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বুধবার যখন এএফপি সংবাদদাতা পরিদর্শন করেছিল তখন রাজধানীর সীমান্তবর্তী হেবেইয়ের কিছু অংশের রাস্তাগুলো কাদামাখা ছিল।
স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধ জিনিসপত্র পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিষ্কার করার জন্য ঝাঁপিয়ে পড়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা এবং দীর্ঘায়িত তাবদাহের কারণে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন যে, ঘটনাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে আরও বাড়িয়ে তুলছে।

 

সূত্রঃ ১১ অগাস্ট, ২০২৩ (বাসস ডেস্ক)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here