অনলাইন ডেস্কঃ চীনের হুনান প্রদেশে মাটির গভীরে এক বিশাল স্বর্ণভাণ্ডারের খোঁজ পেয়েছেন দেশটির ভূতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে, এটি হতে পারে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের মজুদ। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। এই চাঞ্চল্যকর আবিষ্কার ইতোমধ্যেই আন্তর্জাতিক স্বর্ণবাজারে আলোড়ন তুলেছে।
কী পাওয়া গেছে?
চীনা ভূবিজ্ঞানীদের মতে, হুনান প্রদেশের ভূপৃষ্ঠের নিচে বিপুল পরিমাণ উচ্চমানের সোনা জমা রয়েছে। প্রাথমিক জরিপ অনুযায়ী, এটি এতটাই সমৃদ্ধ একটি খনি, যা পুরোপুরি উৎপাদনে এলে বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ-উৎপাদন কেন্দ্রে পরিণত হতে পারে।
বৈশ্বিক প্রতিক্রিয়া
এই সংবাদ প্রকাশের পরপরই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, এই আবিষ্কার চীনের ভূ-অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং ডলারের উপর নির্ভরতা কমিয়ে চীনা মুদ্রার ভূমিকা বাড়াতে সহায়তা করবে।
চীনের অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীন দীর্ঘদিন ধরে নিজস্ব সম্পদ এবং মুদ্রাকে কেন্দ্র করে অর্থনৈতিক শক্তি বাড়ানোর পরিকল্পনা করে আসছে। হুনান প্রদেশের এই স্বর্ণভাণ্ডার দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যে চীনের অবস্থান আরও সুদৃঢ় করতে পারে।’