Monday, December 23, 2024

রাজবাড়ীতে অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি স্বাক্ষর 

  • বিধান কুমার বিশ্বাস রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার  খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পানি সম্পদ পরিকল্পনা ও ব্যাবস্থাপনা প্রকল্প ২’য় পর্যায় এর আওতাধীন হড়াই নদী উপ প্রকল্পের আওতায় পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন ও পানি উন্নয়ন বোর্ডের মধ্যে অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এ সময় পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন ও পানি ব্যবস্থাপনা দলকে নিবন্ধন সনদ প্রদান করা হয়।

এসোসিয়েশনের সভাপতি আজম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাউথ-ওয়েস্ট প্রকল্পের উপ প্রধান সম্পসারণ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মোঃ আদ্বুল মতিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আদ্বুলাহ আল আমিন, এস.এফ ও সি.এফ গণ ও এসোসিয়েশনের সাধারণ সম্পদক আব্দুর রশীদ, সহ-সভাপতি সুবোধ চন্দ্র বিশ্বাস, যুগ্ম-সম্পাদক বিধান কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ আদ্বুল গফুর।

এ সময় পানি ব্যবস্থাপনা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here