স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিবর্গের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০মার্চ) সকাল ১১ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়। ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহত ৭৭ জনের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, চিনি, সেমাই, তেল ও গুড়া দুধ দেওয়া হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)’র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুখপাত্র রাজিব মোল্লা, সদস্য মিরাজুল মাজিদ তূর্য্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমজান আলী, ঢাকা বাংলা কলেজের শিক্ষার্থী জাকির হোসেন প্রমূখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট মোল্লা ইফতেখার আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নাহিদ আহমেদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ন আহ্বায়ক সাঈদুজ্জামান সাকিব, আলতাব মাহমুদ, ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য টোকন মন্ডল সহ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্য জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো। আমি যতদিন আছি আমার দরজা তোমাদের জন্য খোলা থাকবে। তোমাদের নিজেদের মধ্যে ইউনিটি থাকতে হবে।জেলা প্রশাসন তোমাদের পাশে সবসময় আছে।তোমাদের পরিবার গুলোতে ঈদের আনন্দ ছড়িয়ে যাক। তোমাদের হাত দিয়েই রচিত হোক স্বপ্নের সোনার বাংলা। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে আন্দোলনে যারা ছিলে তোমারা তোমাদের জীবন, জীবিকা ও পড়াশোনার জায়গাটা ঠিক রাখবে। তোমারা হয়তো রাজনীতিতে যুক্ত হয়েছো কিন্তু তোমাদের পড়াশোনা ও নিজেদের গড়ার জায়গাটা ঠিক রাখতে হবে।”