জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন(৩৩৪) সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালমা চৌধুরী
বলেন, জনগনের অর্থ জনগনের কাজে লাগাতে চাই। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে সারা জীবন সাধারণ মানুষের জন্য লড়াই করে যাব।
গত রবিবার বিকালে রাজবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের মাঝে হুইয় চেয়ার এবং করোকালীন সময়ে পিছিয়ে পড়া জনগনের জন্য অক্সিজেন সিলিন্ডার বিতরনের সময় তিনি এসব কথা বলেন । বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের অংশ হিসেবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গ্রামীন অসহায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য চারলক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে টি.আর থেকে রাজবাড়ী হেল্প লাইন কে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার ও প্রতিবন্ধীদের মাঝে ২৭ টি হুইল চেয়ার বিনামূল্যে বিতরণ করলেন।এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ার ম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফাহমি মোঃ সায়েফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমুখ ।