উজ্জল হোসেন, পাংশা: আগামী ১৯ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা বিএনপি’র জনসভা সফল করার লক্ষ্যে পাংশা উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক মাহমুদুল হক রোজেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন – পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, বাহাদুরপুর ইউপি নেতা ফজলুর রহমান টুকু, হাবাসপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, মৌরাট ইউপির বিএনপি নেতা আব্দুর রহমান মুন্সী ও পাংশা পৌর বিএনপি নেতা শওকত আলী সরদার ও জিয়া পরিষদ পাংশা উপজেলার সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
বক্তারা সভায় ১৯ তারিখের জনসভায় রাজবাড়ীতে ব্যাপক উপস্থিতির মাধ্যমে রাজবাড়ী- ২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর জনপ্রিয়তার প্রমাণ দিতে নেতাকর্মীদের আহবান জানান।