Saturday, December 21, 2024

জমি সংক্রান্ত বিরোধে ভাইকে কুপিয়ে জখম

এস,এম রাহাত হোসেন ফারুক :  রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জের ধরে মোঃ তোফাজ্জেল মোল্লা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে জখম করে ফেলে গেছে তার ভাই ও বোন। মোঃ তোফাজ্জেল মোল্যা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ গ্রামের সামছুল উদ্দিন মোল্লার ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেছেন।

শনিবার সকাল ১১ টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ গ্রামের বসতবাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।

বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন মোঃ তোফাজ্জেল মোল্যা বলেন, দীর্ঘদিন যাবত তার ভাই মোঃ আলমগীর মোল্লা, মোঃ রফিকুল মোল্লা, ভগ্নিপতি রফিকুল মল্লিক, বোন সাহিদা, ভাইয়েরে স্ত্রী ফরিদার সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার নিজ বাড়ীতে অতর্কিত ভাবে হত্যার উদ্দেশে মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত ভেবে ফেলে রেখে যায়। এলাকার লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

বালিয়াকান্দি থানার এসআই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here