মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দঃ আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার এই পতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে জলাতস্ক নিমূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান এমডিভি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহপ্রতিবার ১৩ এপ্রিল সকল ৬ টার সময় জেনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগাম রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজনে দৌলতদিয়া ইউনিয়নে ৪ দিন ব্যাপী জলাতস্ক নিমূলে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছ,দৌলতদিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ৩ টি টিম ঘুরে ঘুরে জলাতস্ক নিমূলে কুকুরের টিকা দেওয়া হচ্ছে। পোশা কুকুর সহ সব ধরনের কুকুরকে এই টিকা দেওয়া হচ্ছে। কুকুর গুলোকে ধরে টিকা দিচ্ছে নাছির,শরীফ, আনছার, মনুিরুল, জহিরুল,রাকিব।
সুপার ভাইজার মো. কামাল হোসেন মুঠো ফোনে জানান, আমরা জলাতস্ক নিমূলে জন্য ওয়ারিশ বেওয়ারিশ কুকুর গুলোকে টিকা দেওয়া হচ্ছে। কুকুরের একটি টিকা দিলেই চলবে অজীবন সে কাউকে কামড়ালে জলাতস্ক রোগ হবে না। যদি মেয়ে কুকুর হয়। তাহলে তাকে একটি টিকা দিলেই চলবে তার পেট থেকে বাচ্ছা হলে তাকে আর টিকা দিতে হবে না। একটি টিকাতেই চলবে অজীবন।