Friday, January 24, 2025

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৩ ডিসেম্বর, ২০২২ : জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

আজ শনিবার দুপুর ১২ টায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা নবগঠিত কমিটির সদস্যদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় মোনাজাত করা হয়।
এসময় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শাহেদা তারেক ও সাধারণ সম্পাদক হাছিনা বারী চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক পারুল আক্তার, গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র :(বাসস)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here